তুমি আমার আদর্শ

“তুমি আমার আদর্শ” বইটি কোভিড-১৯ –এ আক্রান্ত শিশুদের জন্য লেখা হয়েছে।

কোভিড-১৯ ছড়িয়ে পড়ার সময় শিশুদের মানসিক এবং মনোসামাজিক চাহিদার পরিমাপ করার জন্য বিশ্বব্যাপী পরিচালিত জরিপের উপর ভিত্তি করে এই গল্পটি প্রকাশ করা হয়।এই বইটি একজন শিশু বা শিশুদের সঙ্গে নিয়ে বাবা-মা, লালনপালনকারী বা শিক্ষক-শিক্ষিকাদের পড়া উচিৎ। বাবা-মা, লালনপালনকারী বা শিক্ষক-শিক্ষিকা ছাড়া শিশুদের এই বইটি একা পড়া উচিৎ নয়। 

Attached File : Click For Details