১.মানসিক অসুস্থতা বলে কিছু নেই। ওটা আসলে অভিনয়
২.দুর্বল মানুষরাই মানসিক স্বাস্থ্যসমস্যায় পড়েন
৩.মানসিক রোগীরা আগ্রাসী / সহিংস হয়ে থাকে
৪.অধিকাংশ মানসিক অসুস্থতার ঘটনা স্বল্পমেয়াদি।
৫.ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিলে অন্যদের কিছুই করার থাকে না।
৬.কোনো ব্যক্তিকে তার আত্মহত্যার চিন্তার কারণ জিজ্ঞেস করা মানে তাকে আত্মহত্যায় আরো উদ্বুদ্ধ করা।
৭.যারা আত্মহত্যা সম্পর্কে কথা বলে তারা কখনোই আত্মহত্যা করবে না।
৮.কোনো সংকেতচিহ্ন বা সতর্কবার্তা ছাড়াই আত্মহত্যা ঘটতে পারে।
৯.আত্মহত্যা নিয়ে কথা বলা ব্যক্তিরা মৃত্যুর জন্য পুরোপুরি ইচ্ছুক।
১০.আত্মহত্যার চিন্তায় ভোগা সব ব্যক্তিই একাকিত্বে ভোগেন।
১১.পুরুষদের তুলনায় নারীরা বিষন্নতা রোগে বেশি ভুগে থাকে
১২.বাংলাদেশে মানসিক রোগের ব্যাপকতা খুব বেশি নয়
১৩.মানসিক সমস্যার উপস্থিতি সারা বিশ্বজুড়ে সর্বময়।
১৪.মানসিক স্বাস্থ্য একটি পরিবর্তনশীল অবস্থা