সন্তান জন্মদানের পর সৃষ্ট মনোব্যাধি (পোস্টপারটাম সাইকোসিস), প্রসবোত্তরকালে এটি হলো সবচেয়ে গুরুতর মানসিক অসুখ। শিশুর জন্মের দুই সপ্তাহের মধ্যেই রোগের লক্ষণ/উপসর্গ ফুটে ওঠে এবং খুব দ্রুত তা খারাপের দিকে যায়। নবজাতকের মা বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে বসেন, উদ্ভট বা এলোমেলো চিন্তা করেন, এমনকি হ্যালুসিনেশনে ভোগেন। চিকিৎসা না হলে রোগী কয়েক মাস এতে ভুগতে পারেন। এ পরিস্থিতিতে দ্রুত পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
প্রসবোত্তরকালে যে কোনো নারীর ক্ষেত্রেই এ জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে। প্রায়ই এ অসুস্থতা হঠাৎ করে সৃষ্টি হয়। যাদের আগে কোনো মানসিক অসুস্থতা ছিল না, তাদের ক্ষেত্রেও এ সমস্যা হতে পারে। তবে যারা আগে একবার সন্তান জন্ম দিয়েছেন, তাদের ক্ষেত্রে এ সমস্যা আবারো হতে পারে। ভুক্তভোগী নারী, তার স্বামী ও পরিবারের জন্য এ অভিজ্ঞতা অত্যন্ত ভীতিকর। তবে চিকিৎসা পেলে কিছু সময় পরে উক্ত নারী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।