সিজোয়াফ্যাকটিভ ডিজঅর্ডার কী?

অনেক সময় সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিজঅর্ডারের মধ্যে পার্থক্য বোঝা যায় না; বিশেষ করে, এ দুটি পরিস্থিতিতেই ব্যক্তি একই লক্ষণ প্রদর্শন করেন। এ ধরনের পরিস্থিতিকে সিজোয়াফ্যাকটিভ ডিজঅর্ডার বলা হয়ে থাকে। সিজোফ্রেনিয়ার লক্ষণের পাশাপাশি এ ব্যাধিতে ম্যানিয়া বা বিষন্নতার আরো গুরুতর লক্ষণ দেখা যেতে পারে। মনে রাখতে হবে যে, এ ব্যাধিতে আক্রান্ত হলে লক্ষণগুলো ভিন্ন ভিন্ন সময়ের বদলে একবারেই প্রদর্শিত হয়।