ক্লিনিক্যাল বিষণ্ণতা এক ধরনের গুরুতর আবেগীয় বৈকল্য। এটা ব্যক্তির আবেগ, চিন্তা, আচরণ, শারীরিক সুস্থ্যতা, কর্মক্ষমতা ও সামাজিক সম্পর্ককে বিভিন্নভাবে প্রভাবিত করে। ক্লিনিক্যাল বিষণ্ণতা নির্ণয় করতে এর লক্ষণসমূহ কমপক্ষে দুই সপ্তাহ স্থায়ী হতে হয়।
বিষণ্ণতার প্রভাব
বিষণ্ণতা আবেগ, চিন্তা, ব্যবহার ও শারীরিক সুস্থতাকে বিভিন্নভাবে প্রভাবিত করে।