মাদকসংশ্লিষ্ট মনোব্যাধি কী?

মাদক ব্যবহারের কারণে এ ধরনের মনোব্যাধি হয়ে থাকে। মাদকের প্রভাব চলে যাওয়ার আগ পর্যন্ত এ মনোব্যাধির লক্ষণগুলো ঘন ঘন আবির্ভূত হতে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে অল্প সময়ের জন্য (কয়েক ঘণ্টা থেকে দিন) স্থায়ী হয়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হ্যালুসিনেশন এবং স্মৃতিবিভ্রম। মূলত অতিমাত্রায় মাদক ব্যবহারের কারণে এ লক্ষণগুলো দেখা যায়। কিছু ক্ষেত্রে মাদক ব্যবহারের কারণে মনোব্যাধির প্রতি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়ার মতো সমস্যা দেখা যায়।